বাংলাটাউনে যাব ব্রিকলেনে খাব  
আলতাব আলী পার্কে বসব দু'বেলা
ভালোবাসার ছোট্ট পানসি ভেসে
বেড়াব চষে স্বপ্নপুরী তৃতীয় বাংলা।
ওরে যাছনা উড়ে যোজন দুরে  
একটিই তো আমার সোনামুখী টিয়া।


খোলা আকাশতলে শুনাব নাশীদ গানা
মুখর হাওয়া পাতাঝরা হিমেল শীতে
পদ্মপারের নীলাঞ্জনা নয়ন তুলে
সূর্য-কুসুম বাঁধিছে বাসা বাংলাপাড়া।
তুষারকনায় হেরি ভোরের চন্দা
টেমসপাড়ে ফুটিবে ছিনড্রেলা।  
ওরে যাছনা উড়ে যোজন দুরে  
একটিই তো আমার সোনামুখী টিয়া।


নীলাম্বরী আকাশ পারের
একটু খানি নীলা ছুঁইবি কিনা
ঈশান কোণে বাদলমালা
মেলে মেলুক ডানা তারও
সুত্র সিন্ধুকোলে ছন্দ বাঁধা
মেঘপরী মন বাঁধে কোথা যে গড়ে
নিলয় সোঁদা তার নাই টিকানা।  
ওরে যাছনা উড়ে যোজন দুরে  
একটিই তো আমার সোনামুখী টিয়া।