আটখানা স্বর্গের লিপি লেখা
ফাগুনের রঙে মধুলেপা মৌয়ে।
প্রাণে মনে মায়ের কথা
মায়ের ভাষায়ই বলবে কথা
বাংলা ভাষায়ই থাকবে জবানে।  
তাই হেসে হেসে দিল লহু দিল প্রাণ  
যত শহীদ ভাই আটই ফাগুনে।
ভালবাসি বাংলা বাংলার মাটি
বাংলার জল বাংলার রঙ
বাংলার মাস বাংলার সন
আপামর বাংলার জনগনে
জানাই শ্রদ্ধা তাঁদের স্বরণে।      


মধুমুখ বাংলার কথা শুনে বাতাসে
রঙে আলো ফুল ফুটে মধুর ঘ্রাণে।
ফাগুনে ছেয়ে আসে অস্পরা ভ্রমরা  
অগ্নিঝরা তরুণ জিবনময়ী অপরুপা  
আর কোন দেশে সাজে ধরা এমন রঙে।  


সাগরের বুকের গভীর কথা কইলে
তীর ভাঙ্গা ঢেউ উড়ে ভাসে বাদলে  
নুনা জল বদলে যায় মিঠা বারি ঝরে
মরমের সে কী আদি কথা আদি ভাষা
কইলে মায়ের জবানে নির্বাক পৃথিবী
মেতে উঠে পবিত্র রঙের দীপালি জ্বেলে  
বাংলা মাস ফাগুনে লক্ষ কুটি ফুলে ফুলে।