দূর সমুদ্রের মেঘ্মালারা
উড়ে যায় নিলীমার ঝিলে
যেতে যেতে দূর পথে
যায় দেখে উঁকি মেরে
নয়াজল ধোয়া সবুজ বিছানায়
তারে দেখে আয়নায়
মোদের হাওর বিল বাওড়ে
স্বচ্ছ টলমলে জলের মুকুরে।


অভিমানী বৈশাখ
কালো মেঘের বুক ঝরে
শফেদ মুতিরা যখন ঝরে অঝোরে
কি জানি কি ভাসে কার স্মৃতিপটে।    
কেন জানি হয় মনে
যোজন দুরের সেই সমুদ্দোর
মোদের ছোট ছোট গ্রামগুলো
অতি কাছের বাভেই চিনে জানে।