সোঁদা মাটির গন্ধে যে ঘুম ভাঙ্গে
সাজ সকালে চোখে নিদ যেতে না যেতে  
জেগে উটে হৃদয় মায়ের সুমধুর কণ্ঠে
কোরান তেলাওত শূনে।


হাওয়ায় উড়ে আসে সে সুর
ছড়িয়ে পড়ে নিমতলায় বাগানে
পুকুরপাড় তারপর কূঁজবনে
বেণুবনের মাথার উপর
ডানা মেলে আকাশে।


একটু তাকালেই চোখে পড়ে
নতুন সুর্যের বাঁকা দৃষ্টি
ভোরের পাখির মৌ মৌ গানে
শিহরিয়া বাতাসে পাল তোলা
উড়ু উড়ু মেঘের ফাঁকে।


গন্ধঝরা ফুলেল ঝকমকে
উষার অপরূপ জাগরণে
নজরকাড়া চিত্রোপম রুপের ডালি
রাতের স্বপ্ন যেন মিশে রঙিয়ে
যায় আকাশের সাত রঙে  
এক বুক নৈসর্গীয় ভালবাসা
এইত মোদের ছোট্র গ্রামে।