আমারে আমি আমি বলি
শুধুই যে ছোট করি।
নিত্যজাগর সদা তুমি
তুমিই জানো জানার সবি।


একলা আকাশে মোর রাতে
তারা নিভে মিটি মিটি।
দিনের বেলা পরদেশী
গাঁথে নেয় ফুল মালাখানি  
গুজরে গেল মোর বেলা
জানি নে কোথা সে অজানা
মিলে দু একের নিলয়খানি
এখনও জানা হলনি ।
বল সেত কেহ বলতে পারে
কার একটি মিষ্টি
মুখের একটি বাণী!