বসন্তফুলে মধুমাখা চন্দ্রলেখায় আল্পনা
মাগো এমন সোনার বাংলা তোমার
খাঁটি ষোলো আনা।  


হীরা মোতি সোনা চান্দি আছে সবি
মাগো তোমার সিন্ধু ভরা রতন জোড়া  
চাও তো শুধু মনখোলা ভালোলাগা
দেশের তরে একটু ভালোবাসা।
তোমার অনড় শিকড় নিরেট বটতলে
গগন মগন শোনে সে কি মধুর গুন্জনা।
মাগো এমন সোনার বাংলা তোমার
খাঁটি ষোলো আনা।  


তোমার ফাগুন বনে অগ্নিলোকের আলতো
খেলায় আলোয় ফুটে নেচে আঁধারী
এই মাটির সুরে আছে ভাই আছে সবি
বাঁধছে বাসা সে কী চন্দ্রমা
নীলে নীলে সেজে তায় খুঁজে
আকাশপরী নীলাঞ্জনা।
মাগো এমন সোনার বাংলা তোমার
খাঁটি ষোলো আনা।