তমাল কোণে নীলচে টিপ
রঙ পিয়ালা উছলে পড়ে গগনপারে।
নীলাম্বরী এ কী শৈলী আঁকে
না বলা কথা রঙ বদলে
মেঘের ভাঁজে ভাঁজে।


জামতলায় বাজে বেনু বাঁশি
কিসের এতো রাগ রাগিনী নয়াজলে
বাড়ির পারে ছোট্র নদী বইছে নিরবদি
কোন সুদূরে যায় যে ভেসে অন্ত মিলে
ছন্দ বাঁধা স্রোতের তালে তালে?
মাতোয়ারা ভ্রমরা চিত্তহারা
পরশ পিয়াসী দখিন হাওয়া পাগল পারা    
কে ধরবে কারে?


কুহু কুহু তানে দোলে গানা হিজল ডালে
কোন সুজন সাজলো আজি এমন মধুর সাজে
আলোয় উজল দিন দুপুরে  
বিলিয়ে মধুর দাওয়াত নিখিল চরাচরে
তবেইত আসে বসন্তপরী ঐ ভরানদীর বাঁকে!
গ্রাম বাংলায় প্রতিদিন এমন আনন্দ উৎসব
কেও কী দেখেনি কবে?


বিদেশ বিভুইয়ে ভাসে স্মৃতির সায়রে  
মনে কী পড়ে ছোট বেলার ঈদ
সেই আনন্দের জোয়ার মোদের ছোট্র গ্রামে?