(১)
কী যে এক অপরূপ সুন্দর দেখে ফিরদৌসের আকাশচূড়ায়
তিমির আঁধার টুটিয়া রবি দেখিবে যায়।
তাঁরই রূপের আলোকে ফুটে উঠেছে বিলীন বিশ্ব
গেয়ে উঠেছে মন আমার শত আনন্দ বেদনায়।


(২)
নিবিড় আঁধারী মায়া কাননে মাধবী লয়ে ঊষায় পৌঁছিলো রাত
অলখি হতে ফুটিয়াছে লাল গোলাবি রাঙা প্রভাত।
গন্ধ মধুর ভোরের মৃদুলয়া হাওয়া পরান ছুঁয়ে যায়
জাগো! জাগো মুখর জগতে আজ হবে তোমার সূত্রপাত।


(৩)
স্বর্গ হতেই ঝরিছে শিশিরবিন্দু রবির উপর ঝর্ণারাণীর হাতে চুমু বর্ষী  
স্বর্ণআলো ঝরে এঁকে যায় রবি সৃজনরাতের আদি স্মৃতি মিলে নেয় রাশি।
তারই চলন গতির নিপূন স্পর্শ লাগি বইছে সাগর নদী
শুনিবে আয় আকুল হাওয়া কানে কানে বাজায় সে কী মধুর বাঁশি।