(১৩)  
কবে গুঞ্জরিলে তব ছন্দিল আবৃতি এখনো মর্মরে অনুরণি
কালের জলদি বহেও ঐ যেই সেই নয়াজলে নিত্য রাগিনী।
আবার বল ওই যে ভাষায় কইলে কথা অনন্তকাল যায় ফুরি
গেয়ে উঠুক মিঠে বাদল নোনাসাগরে যাক বহে স্রোতস্বিনী।


(১৪)
আঁধারী হক যত না জটিল গোলাপেই মেলবে আঁখি সেশ হবে রজনী
প্রথম আলো কত না রঙ্গীন সে রূপ সারাবেলা দেখবে গো সজনী।
এক মানবীরই অঙ্গুলি ছুঁয়ে ফুটেছিলো যে প্রদীপ সেই আজ গগনে রবি
একদিন ঝরে যাবে তাই, তুমিতো জ্বালবে প্রদীপ স্বর্গে ওগো সোহিনী!


(১৫)
শুচি শুভ্র ধীর মুকুর, চঞ্চলা প্রকৃতি পাবেনা তোমায় আমায় খুঁজি
দেখি মোরা একে অপরে ঢেলে দিব আঁখি দু'জনার মন মজি।
মোদের সদয় দৃষ্টিতে ঢেলে দিবে ফিরদৌস আপনার শোভা
মোদের ললিত লালনায় বিরাজিবো অনন্তকাল নিত্যনতুন সাজি।