(৪০)
আমি বামন হয়ে বৃথা হাত বাড়িয়েছি চাঁদের পানে,
সে দায় আমি স্বীকার করি, যদিও মনে নেই আমার প্রত্যয়ে।
ভোরের প্রথম আলোয় স্বর্গ কেন ফেরেশতা মানবে দিল সিজদা
যদি মনে পড়ে তোমারই হাতে তুলে দেব মাধবীলতা দেখো দু'নয়নে।


(৪১)
নিশা কুড়িঁর কাজল সুরমায় ভাস্বর চন্দা আজ কেও নিদে পড়না  
বেলি বনে বিভোর রজনীগন্ধা রাতভর জাগর মহি ঘুম আসেনা।
দিন তো চলে গেলো এবার কী তুমি আসবে, কে না আসলে পরে
তারার সভায় শেষ হবেনা কানাকানি সিন্ধু পেয়ালা চন্দ্রমা ছুঁইবেনা?


(৪২)
হাস্যউজল প্রথম আলোর রাঙা পথে পা দুটো পড়তে না পড়তে
মন ছুটে যায় অনন্ত নীলে এমনি রূপসাগর বাংলার পরতে পরতে।
মনে পড়ে তোমার হাতে পৃথিবী আবৃত একমুঠো মাটি ছড়িয়ে দিলে
এ দেশে পৃথিবীর ভিতর উর্বর পৃথিবী আরেক মধু ৠতু ছয় ৠতুতে!