(১৬)
আমায় আমি বলি আমি কারে যে কী বলি
এ হলো কি মায়ের কাছে মামার বাড়ির গল্প বলি।
আমার তরে যে চোখে জল ঝরে আমি নিজে দেখার আগে
সেই তো আমার সত্য আমি, শুধু শুধু কারে আমি বলি।


(১৭)
আকুল গেয়ে বুলবুলি তুমি কোন কাননের ফুল এখনো জানেনি  
সদানন্দ তোমার বুঝি সহসা খানিকটুকু কলহাস্য শুনি
আদম যুগল প্রথম বারের মতই যেন আদনে উঠিল জাগি
নিদ্ ভাঙে তিমির আঁধারি ধরায় তবু কি পূর্ণ হলনা এই জাগরনী?


(১৮)
কী নেই এই অগতির গতি চাই শুধু মিলাবো চোখ তোমার চোঁখে  
আমিতো আশায় বাজাই বাঁশি ভরা বাঁকে নদী কেন কাঁদে দুখে?
আধো পথে কতবার দাঁড়ালো চন্দ্রমা মোর খাবের তা'বীরতো জানলোনা
শব্দে কী জানা যায় যে স্বপ্ন আঁকে নয়নকোণে বলেনা কিছুই মুখে?