(৩৪)
হাসিয়া বরণ করিছ মোর সকল ব্যাথা মরমে নীরবে নিভৃতে
মহাদান দিয়েছে আমায় সুখের অশ্রু ভাসালে আঁখিতে।
সে কী মোর সাধ্যে ভালোবাসা কী আমি বলিব নারী তরে
আমার সকল ব্যথার অশ্রু রাখিলে ধরে তোমার আঁখিতে!


(৩৫)
যেখানে বাঁধিলে নিলয় তুমি সে অঙ্গন প্রিয়াঙ্গন চির পূণ্যভূমি
ফুল্ল সকাল প্রফুল্ল সারাবেলা বিভাবরী আকাশভর তারার চুমি।
শুকনো ধরাপৃষ্ঠে ফিরে আসা সাগরতলার গান বাদল বরিষা
অকূলে এক চিলতে কুল হিয়া ভরা অনুকম্পা তুমি মরমে মরমী!


(৩৬)
ভরাদিন পরে সন্ধ্যার পাখী ফিরে আসে নীড়ে নিবিড় সুখে  
যে পাখি এখনও ফিরেনি তা কী কভু ভাসিব দু'চুখে।
সোনার দোর খোলে চেয়ে আছে সালসাবিলা তুমি আসার পথে
তুমিতো স্বর্গে যাওনি এখনও শুধু খাঁজে-ভাঁজে আটকে পড়া প্রিয়র দুখে।