সাগর কিনারে সন্ধ্যা নামার আগে
গোধূলিতলায় কিছুক্ষণ।


খাড়া পাঁড়ে আঁকড়ে ধরা পাথরে
পা ছড়িয়ে বসেছিলাম সাথে
নিয়ে ক'জন সুজন আর স্বজন।


জানি নে কোন সূদুরের বাহু ছেড়ে  
বহে গেলো দখিনা হাওয়া  
এমন মধুর অনুরণন।


চোখ দুটো জুড়ে যায়
বার বার ফিরে দেখি  
পড়ন্ত বেলায় জলের বুকে
আঁকা এক চিলতে রোদ্দুর।
জানি নে কি মনে কি ভেবে
বিদায় বেলা এঁকে গেল রবি
এ কী মনের বেদন
না কোন তৃপ্ত চিত্তের কথন।