বর্ষার পহেলা গান শূনি
নিদ ভাঙ্গি জাগিব স্বপ্নিল মহি    
চুমুকের এক শিশির নিমিষে পিয়ী
ফুটিব তরুন রাঙা গোলাপী
ভোরের রবির নজর কাড়ি।


তুমি যে নাই যার টিক টিকানা
কবে যে হয়ে যায় সলিল সমাধি।
বনানী কিনারে চিরসবুজের তটে  
অপরূপ রঙের ঢালি ঝরে বারি
জলকেলে তেপান্তরের জলধি।
তাতে তার কি অজানা যার স্থিতি
না হয় হক সে দারুন পিয়াসী।


বাদল কাঁখে উতালা হাওয়া
আলো আঁধারি পেরিয়ে তিথি মেলা
কতনা ছন্দে দুলে দ্বাদশী চাঁদেরতলা।
মুখ ফুটে কোন মৃত রসনায়
আকাশ খোলে সিন্ধু ঢালবে অমৃত সুধা?
ঐ অমর বারি কেহত নিছে পিয়ে
এমন মৌন মহি যেন কিছূই জানিনে
বাক নেই কলাবতী অচলার ঠোঁটে
এমন ছলনা যেন মরা কী কিছু জানে?