মরুর দেশে আছে গো প্রাণ
কন্টক তার গায়ে ;
বরফ দেশে সমুদ্র বিহঙ্গম
বেড়ায় দলে দলে;
ভোরের মিষ্টি ছোঁয়া-রাতের ভেজা কুয়াশা
আর পর্বতসম নিস্তবধতা নিয়ে ;
অগভীর জলকূপ - শীতল আগুন
হারায়ে ইন্দ্রজালে;


বেঁচে আমি আজও অধম প্রাণী
এক চিলতে স্বপ্ন- ক'টা আশা নিয়ে|