প্রকৃতি ছেড়েছে শীতের খোলস
বসন্ত করেছে বসন,
শীত আর গ্রিষ্মের মেলবন্ধনে
বসন্তের হয়েছে আগমন।
বসন্ত মানেই পুরোনো ছেড়ে
প্রকৃতির নতুন সাজ,
সবার কাছেই প্রিয় ঋতু তাইতো
নাম তার ঋতুরাজ।
পত্রমোচন শেষে ডাল ভরেছে
সবুজ নতুন পাতায়,
বসন্তের ডাকে দিয়েছে সাড়া
মুকুল আমের শাখায়।
ফুল ফুটেছে অশোক, শিমুল,
ফুটেছে লাল পলাশ;
রং-বেরঙের ফুল ফুটেছে, মিশেছে
বাতাসে ফুলের সুভাস।
ফুলের রঙে আর সুগন্ধে ভ্রমরা পাগল
ধরেছে গুন গুন গান,
মধুকরেরা উড়ছে ফুলে ফুলে
দিচ্ছে মধু টান।
সঙ্গীর খোঁজে বেরিয়েছে কোকিল
দিচ্ছে কুহু ডাক,
গড়ছে শালিক নতুন বাসা
গেছে বলে মাঘ।
কর্কট ছেড়ে মকরেতে বসন্তের ডাকে
দিয়েছে ভানু পাড়ি,
উষ্ণ ছোঁয়ায় সুপ্ত ঘাসেরা ফুটছে মাঠে
সবুজ পাতা ছাড়ি।
প্রকৃতি খুলেছে দখিন-দুয়ার
বইছে হাওয়া ফাগুন,
বসন্তে রঙিন দোলযাত্রা, প্রেমিকের মনে
১৪-ই ফেব্রুয়ারির আগুন।
ধন্যবাদ ❤️🙏