বিপ্লব ঐ বিপ্লবী সুর দীপ্ত রবির করে ,
শঠতামুক্ত সিংহের মতো বিপ্লবী তান ঝরে ,
ঈশান কোণের দবদবে চাঁদ হলো আজ লালে লাল
নিংগারী সত্য পূর্ণ হস্তে আসিবে এক মহাকাল ।
রুদ্ধ শ্বাসে বদ্ধ দ্বারে হানো আজ বড় আঘাত
নিয়ম নিঙরে বন্দি হবে দিবা আর সারারাত ।
দীপ্তি আর দীপ্তিই হবে আজ মানুষের আরাধনা ;
চিত্তের মাঝে বৃত্তের সিমানায় এ যে এক আঘাত হানা ।
বিপ্লব আর বিপ্লবীই হবে আজ় মানুষের ঠিকানা ;
হৃদয় কবরে ঢুকেছে আজ তাই সব অজানা ।
মশালের পর মশাল জ্বালিয়ে আলোকিত করো মহাজ্ঞান ;
এমন সত্য পেছনে ফেলে করে সব শুধু আজ ফান ।
আঁধারী আলোর মাঝ বরাবরে শুধু সত্যেরি জয়গান ;
হৃদয় মাঝে স্রোত ধারা তাই আজ এক মহাবান ।
স্রোতস্বিনীর গতি ধারা তাই কথ্য নয় যে আজ ;
মহাকাল আর মহাসত্যের গতিতেই হবে আজ রাজ ।