তোমাকে প্রণাম কবি তোমাকে প্রণাম
কবিতার মাঝ দিয়ে তোমাকে পেলাম ।
তুমি গুরু সমাসিন চিত্তের মাঝে
ভাষা তুমি শিখিয়েছ আমারি কাজে ।
শব্দকে করো খেলা প্রতি কবিতাতে
মুহু মুহু ভাষা চলে প্রতি পরতে ।
হৃদয়ের ক্ষুধা তুমি খোঁজো কবিতায়
শান দাও কবিতাতে দিন যত যায় ।
নির্মল ভাষা তুমি জ্যোতিতে প্রকাশ
চাঁদের আলোর খেলায় আঁধারে বিকাশ ।
উদ্দাম সাহসী তোমারি ভাষা
জীবনের জয়গান তোমারি আশা ।
সাদা চুল , সাদা দাড়ি সৌম্য তুমি
পূন্যেতে ভরা তুমি যেন পৃথ্বী স্বামী ।
আঁধারেতে জ্বালো আলো শব্দকে খেলে
অণুরণ শিহরণ যেন প্রতি পলে ।
চোখে তীর যেন বীর শানিত মসি
জ্বালাময় কবিতায় হৃদ যেন গ্রাসি ।
চোখেরি পলকে যেন আকাশের তারা
প্রেমের গীতিতে যেন ফল্গুধারা ।
হৃদ যেন আকাশ আর চোখে যেন তীর
যা বলে বলুক লোকে তুমি কবিবীর ।