রক্তরা করে খেলা মিছিলের আগে
শত কোটি উচ্ছাস ফেটে পরে রাগে ,
স্বাধীনতা দাও মোরে সবারি আগে
ভুল ছেড়ে সবকিছু আনব বাগে ।
চিত্তের বেদনাকে দূরে ফেলে ঝেরে
গণমুখি সংগ্রাম আনব কেড়ে ,
ক্ষুধাতুর অধিকারে দিও নাকো বারা
সংগ্রামী চেতনাতে হৃদ নহে হারা ।
গণমুখী জয়ধ্বনি শোন কান পেতে
দিকে দিকে যুবকেরা উঠছে মেতে ,
কত যুগ গত হলো সংগ্রামী নামে
শির উঁচু বাহু উঁচু দেখো ডানে বামে ।
অযুত যোজন যুবা অধিকার নাড়ে
মুঠো হাত খুলে গেছে দেখো বারে বারে ,
অধিকার আদায়ের এমন নাচন
আগে পিছে কেবা রোজ দেখেছে কখন ?
মুক্ত বিধির খেলা খেলিছে যুবা
হৃদ খোলা সাগরেতে হবে আজ সভা ,
যে আসে আসুক এই হৃদ গগণেতে
মুক্তির স্বাদ পাবে মন দেব পেতে ।