শিরোনাম : চিতাতেই সব শেষ
কলমে🖋️: গৌতম কুমার রায়
তারিখ : 07/05/2024
<><><><><><><><><>

শূণ্য থেকে জীবন শুরু
শূণ্য দিয়েই শেষ।
মাঝের কটা দিন লড়াই শুধু
মিছেই হিংসা দ্বেষ।

জীবনের যত হিসেব নিকেষ
চিতাতেই হবে শেষ।
মৃত্যু দিয়ে মিলবে হিসেব
থাকবে না ভাগশেষ।

জীবন তরী বাইতে হবে
সকাল থেকে সাঁঝে
জীবন নদীর চড়ে বসে
মরছো কেন লাজে।

জন্ম নিলে মরতে হবে
জীবন আয়ু ফুরালে
ভেবে দেখো মাঝের কদিন
জীবনে কি কুড়ালে।

কপালের লিখন খন্ডাবে কে
আছে কার সাধ্য
জন্মের আগে লেখে নাকি  
কর্ম গুনে ভাগ্য।