কেমন লাগবে?


কেমন লাগবে বলতো?
হঠাৎ যদি দেখা হয়ে যায়
তোমার আর আমার পথের পরে হায়।

আমি বাক রুদ্ধ, বুকে চাপা বেদনা।
তোমার অবাক চাহনি, চোখে কান্না;
জমা হবে হয়ত।  নাও হতে পারে।
ভারি গলায় কি বলব তোমারে?

কেমন আছো? নাকি নির্বাক আমরা?
অতীতে হারাবে? ফিরিয়ে নিবে তারা;
ভরা চোখ তোমার? নাকি পাশ কাটিয়ে
যাবে চলে তোমার গন্তব্যের পথে?

তুমি জান কি এখনো গানে-গানে
পড়ে তোমার স্মৃতি মনে।
তোমারও পড়ে কি আনমনে?
ব্যস্ততায়,কল্পনায় অন্য কারো সাথে;
বসে আমার কথা ভাব হাত রেখে হাতে
তার। সে কি জানে? তুমি আজো আমাকেই ভালবাসো? খুঁজে বেড়াও
পৃথিবীর পথে কিংবা বাস্তবতায়,অধিবাস্তবতায়?


৪/০৫/২০২৫,  ওল্ডহাম,ইউকে