ভোর ভেঙে আলো ফুটতেই
জেগে ওঠে চুড়ুই,
সুরেলা কিচিরমিচির শব্দে
ঘুম ভেঙে যায়।


তখনও আত্মজাদ্বয়,
গভীর ঘুমের দ্যাশে
ভাসিয়ে চলে স্বপ্নের তরী,
ঘুমঘোরে হাসে,
হাসতে হাসতে বুকে লুকায় মুখ।


চুড়ুই ডাকে—আমি ডাকি,
ডাকে ভোরের দোয়েল;
কপালে চুম দিয়ে যায়
একমুঠো রোদ।
ছড়া কাটি—
"ভোর হলো দোর খোলো
খুকুমণি উঠোরে–"
আলসে মেয়েগুলো ঝাঁপটে ধরে
আমাকেই ঘুম পাড়িয়ে দেয়।


ঘুম থেকে জেগে দেখি
বাড়ন্ত বেলা; জীবনের তাগিদে,
ছুটতে হবে মাইলের পর মাইল।
আমি ছুটি—ছুটতে থাকি
দম নিতে পারা অব্দি,
পেছনে পড়ে থাকে
প্রেম—স্নেহ ও ভালোবাসা।


সন্ধ্যায় ফিরে আসবো
মায়ের মতো অপেক্ষায় থাকে,
আমার আত্মজাদ্বয়।