আয় তবে উড়ে যাই হাওয়ার পাখায়-
শেষ হোক তবে আজ সব অভিমান;
ধুলিকণা গায়ে মেখে-দুপুরের স্নান-
বলি এত নান্দনিক-কিসের এত গান।  


ধূলি উড়িয়ে-পাতা ঝরিয়ে বৈশাখ আসে,
ধেনূদের ক্ষুরে উড়ে গোধূলীর হাসি,
দহনের সুখ-বারতা উড়ে দিকবিদিক
পাতা ঝরা পথে পথে রাখালের বাঁশি।


কুমকুম রাঙ্গাপায়ে নুপুরের ধ্বনিতে
মনের দেয়ালে আল্পনা এঁকে যাই ছন্দে,
আয় তবে সব হিংসা আর ভেদাভেদ
ভুলে গিয়ে মেতে উঠি তুমুল আনন্দে।  


বৈশাখী সুখ বিলাই ঘরে ঘরে প্রতিদিন
প্রহরে প্রহরে পড়ূক খ্যাঁক শিয়ালের হাঁক,
তরতাজা হোক মন- হোক ধূলিধোয়া  
মেলবন্ধনের স্লোগান নিয়ে আসুক বৈশাখ।