চাঁদ হারালে আঁধারের বুকে
দুজনে না হয় ফিরে যাবো ঘরের ভেতর
বাহিরে শ্বাপদের শব্দে মূর্ছ্না যাবে ভোরের বাতাস।


নক্ষত্রের বুকে পা রাখি,
তিনকুল হারা-সূহৃদ গোলাপ
ক্রমান্বয়ে হেঁটে যায়-ছাড়পত্র মেলেনা।


আগুনের পৃথিবীতে কবিতারা মৃত হয়
কাক হয়-অতঃপর উড়ে যায় শূন্যের সন্নিকটে।


একদিন আমিও উড়ে যাবো,
অবিচ্ছিন্ন বন্ধন ছিন্ন করে,
সফেদ নামগোত্রহীন কোন নক্ষত্রের কাছে-
সেদিন হয়তো আর আমায় পাবেনা।


দায়পত্র নয়,ঘোষিত নিখোঁজনামা দেখে
জেনে নিয়ো আমার পরিচয়।