খুইজালে ধরা পড়ে
গুড়ামাছ–গুড়ামাছ
লাফালাফি–খাপাখাপি
কিছুক্ষণ–কিছুসময়
তারপর সব শেষ—ঠান্ডা।


গুড়ামাছ খেতে মজা
আমঝুড়ি,বাইগুন,ডেংগা
আর গুড়া আলু
ঝুলঝুল—হেব্বি মজা।


আর তাজা গুড়ামাছ
পোড়া পোড়া–ভাজা ভাজা
লবন আর গরম ভাত
উহ! আহ! হেব্বি মজা।


গুড়ামাছ স্বাদ দিয়ে যায়,
জ্বিহবায় লেগে থাকে স্বাদ
ক্ষণচারী মাছ স্বাদে–গন্ধে,
অতুলনীয়— হেব্বি মজা।


অথচ এই মাছ আর নাই
খাল-বিল,নদী-নালায় কমে গেছে,
পাওয়া না পাওয়া সমানে সমান,
এখন যা পাই স্বর্ণের মত দাম
কাড়াকাড়ি–মারামারি,
একদর–একদাম।


একসময় খুইজালে
মাছ ধরেছি কতো–এখন ধরি না,
ধরা হয় না—সময় নাই
অথচ নস্টালজিক মাছ
বলতেই বুঝি গুড়ামাছ গুড়ামাছ।