হাতের তালুতে ফড়িংয়ের মতো নেমে আসে হেমন্তের রোদ–
আর ফু চুম্বনে উড়িয়ে দিই তাকে।


মেহগনি পাতার ফাঁক দিয়ে দেখা ধূসর আকাশ,
তাতে গুঁড়ো মেঘ পাখনা মেলে যেনো শঙ্খচিল।


ধান খেতের বুক জুড়ে সোনা সোনা পাকা ধান,
ষোড়শীর নীলাভ চোখের প্রভায় আরোও প্রোজ্জ্বল।


রোদের রঙে–ধানের রঙে একাকার সারা বাংলার বুক,
মেটে রঙ কিষাণ কিষানীর একচিলতে মুখের হাসি।