এই নগরে আজ একটি
পাখি আসবে উড়ে,
আশায় আশায় সবার চোখ
নীল আকাশে ঘুরে।


সেই পাখিটির ডানা হবে
বিশাল এত্ত বড়ো,
ডানার ছায়ায় ঠান্ডা সবাই
ব্যাপার গুরুতর ।


ডাগর চোখে স্বপ্ন ঝিলিক
মিটবে সবার আশা,
শহর হবে সোনার শহর
ধন রতনে ঠাসা।


পাখি পাগল আম জনতা
নেই আজিকে ঘরে,
পাখি এলো ঠোঁটের মধু
অঝোর ধারায় ঝরে ।


পাখির কথায় উঠেন বসেন
সাজান পুজোর থালা,
কেউবা বাঁধেন পায়ে নূপুর
কেউবা গলায় মালা।


পাখির গানে মুগ্ধ সবাই
মাথার ভেতর ছন্দ,
হঠাৎ করেই ছন্দপতন
লাগলো বেজায় দ্বন্দ্ব।


হঠাৎ পাখি নীল আকাশে
ফুরুত উড়াল দিলো,
নগর বাসীর স্বপ্ন সকল
হলো এলোমেলো ।


হঠাৎ করেই নগর বাসীর
পড়লো মাথায় বাজ,
হা করে রইলো সবাই
রাখলো ফেলে কাজ।


পাখি তাদের জানিয়ে দিলো
তাদের সবি ভুল,
নিজের কাজ নিজে নিজেই
করতে হবে ফুল।


কোন পাখি কোন কালে
করেনিকো কারো সমাধান,
আমরা বৃথাই যাই করে
পাখির গুনগান।


কারো উপর ভরসা করা
মেকি আর ফাঁকি,
পাখি আসে পাখি যায়
খুলে দিয়ে আঁখি।


নগর বাসী মনে রেখো
পাখির গুনী কথা,
এদিক সেদিক যাই করি,
কর্ম হোক যথা।