বলেছি তো যেয়ো না কিছুক্ষণ থাকো
তুমি যতক্ষণ আছো মনে সাহস পাই
চারপাশের ওয়েদার বেশ একটা ভালো না
দেখছোতো আশে পাশের মানুষ গুলোর মতো
বোবা হয়ে গেছে গাছের পাতারাও
এলোমেলো উল্টো বইছে সরল সমীরণ
পালিয়ে যাচ্ছে পাখিরা দূরে কোথাও
ভয়হীন সমুদ্রের কাছে
তুমি পাশে থাকলে অন্তত সে ভয়টুকু থাকে না
না তোমাকে হারাবার ভয় না
নিজেকে হারাবার ভয়
ভয়ানক ভাবে গুম হয়ে যাবার ভয়
বিস্বাস করো ঘর থেকে বেরুলে এখন
ফী আমানিল্লাহ বলে বের হই
যদি আর না ফিরি
তোমায় রেখে আমি কি করে মরবো
তোমার কোলে মাথা রেখে আমার
মরার সাধ বহুদিনের
যদি পুরন না হয়
ক্ষমা করে দিও আমায়।