ফেরারি পাখি হয়ে প্রতিদিন সন্ধ্যায়
নীড়ে ফিরে দেখি দুয়ারে দাড়ায়ে মা
কিরে খোকা এত দেরী কেনো তোর
আয় খেয়ে নে না খেয়ে ঘুমোতে যাস না।


আমি ঘুমোলে মা আদর বুলিয়ে দেন
এত বড়ো আমি তবু ছোট তার কাছে
বিদ্যুৎ চলে গেলে মা এখনও সারারাত
পাখা নিয়ে বসে থাকেন শিয়রের কাছে


মাথায় হাত বুলিয়ে আজো গল্প বলেন
সে কোন পুরোনো রূপকথা নয় জীবনের গল্প
আনন্দ হাসি গানের কথা নাতিন কাহিনী
আরো আছে শেষ বয়সের আশা ভরসার অল্প স্বল্প


পৃথিবীর
সব মায়ের
ভালোবাসা সমান
কিন্তু
কেউ কেউ কখনও কিছুটা
ব্যতিক্রম হয় সে আমার মা।


তার প্রতিটি স্নেহের কাছে দায়ী আমি
হাসির কাছে কান্নার কাছে দায়ী আমি
জীবনের মাঠ আজ ফসলে পরিপূর্ণ
শুধু তার কারনে সে জানে অন্তর্যামী


আমার মা আরো দীর্ঘ দিবস বেচে থাকুন
তিনি আমার ঘরে তাজা সতেজ ফুল
যতদিন তিনি থাকবেন সুগন্ধ ছড়িয়ে যাবেন
তার শুন্যতায় আমি হারাবো একুল ওকুল।


মাগো
তোমার
হাসি হাসি
মুখটি দেখে
মরে যেতে চাই
এই ভূবনে তোমার চেয়ে আপণ যে কেউ নাই।