তুমি কেন ভালোবাসবে আমায় ,
আমার তো বাকী নেই কিছু তোমাকে দেবার,
আছে কেবল বুকের ভেতর অসহ্য যন্ত্রণা;
নিজেকে পোড়াবার মতন গ্যালন ভর্তি অকটেন,
বুঝিনাতো আমি কারে বলে জীবনের লেনদেন,
ভোরের বাতাসে ভেসে আসে কবি মৃত্যুর সাইরেন।


জীর্ণ কুটিরে কেবল অমাবশ্যার অন্ধকার,
আমার উঠোনে আসে না জোস্না সে বহুদিন,
আকাশ আমার নিরুদ্দিগ্ন মেঘহীন জলহীন,
চলেছি কোনপথে কেউ জানে না - আমি এক যাযাবর,
আমাকে বৃথা খুঁজে নষ্ট করোনা তোমার অবসর,
উদাস বলে আমায় নরকেও ঠাঁই দেবে না ইশ্বর।