তুমি না বলো না,
চলো আরেকটিবার।
যেখানে দিগন্ত মিশেছে,
শরৎ প্রণয় প্রকাশে,
শাদা কাশবনের মৃদু বাতাসে,
শুভ্র শারদ আকাশে।

ধান শালিকের ধূসর পাখায়,
রোদের ঝিলিকে স্বপ্ন মাঁখায়,
ললাটে চুম্বন দিয়ে যায় মেঘ,
বড় যে কঠিন মন রাখা সে।

দক্ষিণা হাওয়ায় সুরভি আসে,
জল তরঙ্গে পদ্ম যে হাসে,
কলমি লতার অনুরাগ রঙ্গে,
শারদ স্বভাব ছবি আঁকা সে।