যদি রোদের হাতে সঁপে দিয়ে প্রাণ
ঘৃণার করোটিতে রাখি পূর্ণ প্রণয়
তুমি কি বন্ধু হবে আমার ?


স্বর্ণালী প্রভাত চিড়ে তোমার চারুপায়
যদি জড়িয়ে দেই নূপুরের মতন
তুমি কি বন্ধু হবে আমার ?


যদি নীলিমার নীল গন্ধ নিতে চিল হয়ে
আকাশে উড়ে যাই প্রযত্নে অকারণ
তুমি কি বন্ধু হবে আমার ?


যদি ফাল্গুনী জ্যোস্নার লাবণ্যটুকু
গুঁজে দিই তোমার মেঘেল খোঁপায়
তুমি কি বন্ধু হবে আমার ?


যদি তোমার কোমল গায়ের ভাঁজে ভাঁজে
ঢেলে দিই গরম ভাতের ভাঁপের ঘ্রাণ
তুমি কি বন্ধু হবে আমার ?


যদি শ্রাবণের অঝোর ধারায় ভিজতে ভিজতে
তোমার কপালে এঁকে দিই আদরের চুম্বন
তুমি কি বন্ধু হবে আমার?