তুমি কি ভেবেছ এই পোড়া সংশয়ের মিছিলে-
আসবে আত্মার মানবিক মহা সংকট?
প্রলয় আসে আসুক -আমি নিস্তরঙ্গ রবো,
সইবো সকল বেদনা-যাই খুশি ঘটুক ।


চারিদিকে ঘৃণ্য পোড়া লাশের পাহাড়;
আর কত ভয় দেখাবে তুমি হিংস্র শ্বাপদ;
আমিও শ্মশান ঘাটের জনম পাহাড়াদার;
একাত্তরে বাবার পাহাড়ায়,ভাইয়ের রক্তে,
বোনের সম্ভ্রমে গড়া এই পতাকা ও দেশ;
আমায় আর কি ভয় দেখাবে ওহে মূর্খ!


শানিত বুকের রক্তে লিখি সূহৃদ সনেট,
জমাট শিশিরে আঁকি আঁধারের প্রচ্ছদ;
রাতের পান্ডুলিপি ছিঁড়ে খায় রেড ভার্মিলিওন,
স্তব্দ হয়ে আসে অনুভূতি-পদে পদে শ্বাপদ।


বলি এই দেশ ও পতাকা কেবল তোমাদের নয়,
আমারও! আমারও শিরায় শিরায় প্রবাহিত-
এই দেশ মাতৃকার ছায়া-মায়া,কলকল নদীস্রোত;
এখানে আর এসোনা অরাজক তুমি !
তোমার অহেতুক নৈরাজ্য আর আমি মানি না,
দ্রোহের অনলে পোড়ার আগে পোড়ামুখো পালাও!
আমাকে আবার বুকের রক্ত দিতে বাধ্য করো না।