বুনো শালিকের হলদে পায়ে বাদামি ঘুঙুর
নিরাক সময় চিতায় জ্বলে বিষ্ময়ে হেঁটে যায়
কবিতার কাদে রাইফেল-শালিক ঠোঁটে শিষ
তোমার চোখে আগুন-আমার সব পুড়ে যায়


একদিন এই পথ থেকে বিদায় নেবে হয়তো
শালিকের সব হাঁটাহাটি-দূরন্ত সাদাফেরা আর
লিখবে না কবিতা-কবিতার আত্মা উড়ে যাবে
নিষিদ্ধ সমূদ্রের পথে -হুতুমপেঁচা বারংবার
সুখীদের আঙ্গিনার ভোরের বাতাসে হারাবে
স্নিগ্ধ ভালোবাসার কাঙাল হবে রূপালী চাঁদ
বসে বসে টুকটাক কবিতা লিখবেন ইশ্বর  
আর আমি মিনিকেট প্রেম ফেরি করে নেবো অবসর ।