-উৎসর্গঃ সাওতাল আদিবাসীদের
                        
ওদের কি অন্যায়-ওরা অন্যায়ের প্রতিবাদ কারী
কতক স্বৈরাচারী দখলবাজের বিরুদ্ধে দাড়িয়ে আজ
বিপন্ন ওদের জীবন-আত্মাহুতি দিয়ে যাচ্ছে অকাতরে


নিজ ভূমিতে যাদের চাষাবাদ করার কথা
সেখানে দখলবাজের অবৈধ অনুপ্রবেশ কে মেনে নেবে?
স্বয়ং ইশ্বরও তার সিংহাসন এমনি এমনি তুলে দেবে না কারও হাতে
ওরাতো মানুষ -সাওতাল তার উপর আদিবাসী।


বলতে পারেন ওদের আছে পাকাপোক্ত সংখ্যালঘু সনদ
তার জোড়েই দিনকে দিন বেদখল হয়ে যাচ্ছে ওদের চাষের জমি।


আখচাষ-চিনিকল-পেটেভাত-রঙচঙে জীবন-বিয়ের শাড়ি সবই স্বপ্ন
কিংবা দূঃস্বপ্ন সিলসিলা কিছু -ফেরেনা কারুরই কপাল।
ইশ্বর ওদের পল্লীতে যান না অনেকদিন-তাই তাদের দুঃখ ঘুচে না।


ফিরে ফিরে আসে নির্মম অত্যাচারের খড়গ
এখন শাখের করাত যেনো-ভূমি ছেড়ে দিলে আসবেনা পেটে ভাত
ভূমি চাইলে বৃষ্টির মতন গুলি চলবে মিলিটারি পাহাড়ায়
পুলিশী পাহাড়ায় চলবে লাঠিচার্জ -
চলবে ক্লোরপিকরিন ছত্রভঙ্গ গ্যাস।
ঝরবে রক্ত-পড়বে লাশ -এই তো জীবন।


তবুও বিচার হবে না ভূমিদস্যুদের-অনুপ্রবেশকারীর
তবুও বিচার হবে না উৎপাতকারী ইঁদুরের-জালেমের
তবুও বিচার হবে না লালায়িত লুটেরাদের
এই দেশটা যেন আমার না-
লুটেরা নিয়ে গেছে আমার বসবাসের অধিকার।  


আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়-বাংলা মা তুমি আমায় ক্ষমা করো।


--------------------------------------