কিছু বললেই-সংকটে পড়ে যায় সমস্বর বিকেল,
মাহুত আমি জীবনের ঘূর্ণিপাকে পথ হারিয়ে একা।


হয়তো এটাই নিয়তি ছিলো-
আলো-আঁধারির গোলক ধাঁধাঁয় ঘুরতে থাকি অনবরত,
সন্ধিবিচ্ছেদের যাবতীয় ঝামেলায় বিভ্রান্ত কাঁচের পুতুল,
বিদগ্ধ প্রেমিক অথবা সময়ের ঘড়ি;
সকলের সময় নির্ধারন করে নিজেই সময়হীন
বিধাতার হাতে বন্দি অবশেষে করি আত্মসমর্পণ।


এতটুকু মুক্ত আলো চাই
ফরিয়াদি আছি-কাঁটাতার গা জড়িয়ে রক্তাক্ত,
সংকটে বড়ো সংকটে -পাঠাও পাড়ের তরী,
দেখতে চাই একমুঠো আলোময় আকাশ।