তুমি যা কিছু শিখিয়ে ছিলে এক দিন
দিব্যি আমি একা একা সব করতে পারি আজ।
সকাল সকাল ঘুম থেকে উঠে
পাখীর মত করে ডাকতে পারি ।
সূর্যের মতো নিজেকে জ্বালিয়ে
তোমার দিন আলো করতে পারি ।
যেটা সব থেকে কঠিন কাজ ছিলো
এখন তোমাকে ছাড়াই করতে পারি ।
আমি হাঁটতে পারি।
আমি নাচতে পারি ।
তোমাকে ছাড়াই আমি
জোরে জোরে হাসতে পারি ।
এমনকি কাঁদতেও পারি ।
আমি শিখে গেছি তোমার উপরে রাগ করতে
অভিমান ভুলে আবার তোমায় ভালোবাসতে ।
প্রয়োজনের হিংসায় আঘাত করতেও জানি ।
এখন আমি গড়ে উঠেছি আসতো মানব
ছয় ফুট দৈত্যাকার চেহারায়
চাইলে তোমাকেও চিবিয়ে খেতে পারি ।
না! এটা তুমি না শেখালেও
নিজে বড় হতে গেলে এটুকু শিখতে হয় ।
এখন আমিই পারি মানুষ মারতে
সভ্য সমাজের শ্লীলতাহানি করতে।
তোমার দেওয়া নামটার আগে
লম্বা, লম্বা একটা শ্রী লাগাতে।
এখন আমি আমার নিজের স্বার্থে
তোমাকেও পারি তোমার থেকে কেড়ে নিতে।