হ্যাঁ, এটা তোর শরীরের গন্ধ
আমায় বিভোর করে তোলে,
হাজার হাজার আলোক বর্ষ।


অন্ধকার রাতে জোনাকীর গা ঘেঁষে
প্রথমবার, ভিজিয়ে আমার বাসরঘর
তুমুল ঝড়ে, গুটিকয়েক নিঃশ্বাস, স্বার্থপর।


তারপরের, পূর্ণিমা রাতে
জোৎস্থার চাদরে, ছড়িয়ে সুভাষ
ভেজা চুলে, তুই অন্যন্য -আনকোরা প্রেম।


সেদিনের আমি,
নিজেকে স্রোতের বিপরীতে ভাসিয়ে,
বন্ধুত্বের আবদার, ডাইরির পাতা ছিঁড়ে
হাওয়ার বিপরীতে উড়িয়েছি, একঝাক পাখি।
স্রোতে ভাসিয়ে, নিজের নাম
প্রত্যেক পাতার ভেজা গন্ধ মেখে,
ঢেউয়ের তালে তালে, উল্টে পাল্টে পাতা
বন্ধ চোখে পেয়েছি তোকে, আমার অভ্যাসে।


সেদিনের পর,
আজো, সরষে ক্ষেতের হলুদ ফুলে ফুলে
অথবা অঘ্রানের নরম মুকুলে,
আমার খেয়াল অখেয়ালে, সহজেই তুই
রোদে পোড়া মানুষের উত্তেজিত নিঃশ্বাসে,
নির্জন অন্ধকার ঘর পেরিয়ে
মিশে যাস, সোনালী ধানের আলোক বর্ষ ঘামে।