বারে বারে ভুলে করি।
ভুলে যাই,তুই আজ বহুদূরে,
মিশে গেছিস ঐ আকাশে,
এ বাতাসে, মাটির গহ্বরে।
রোজ নামচায় ঠিক যেমনটি ঘটতো,
একশ বছর আগে - ভুলের কারনে,
ভুল করি, আবার মনে করি।
নাম ধরে প্রশ্ন করি - কি করছিস?
স্থান খাওয়া-দাওয়া হলো?
মুঠোফোনের ভিডিও কলিং,
কথা বলতে চাওয়া তোর সাথে,
হঠাৎ আবার নিজেই চুপ থাকি।
বুঝতে পারি, তুইতো অজানার দেশে
নিজের হাতেই রেখে গেছিলাম,
সাদা থানে ঢেকে, সমাধির মাঝে,
তবুও এই একশ বছর পর,
বারে বারে ভুল করতে চায় মন।
ভুল করে দেখতে, তোর
মিশে যাওয়া এই হাঁড় কঙ্কালে,
ঐ বটবৃক্ষ সমাধির গহ্বরে।