উদাসীন পাখিরদের গানে
হাজার বছর, খুঁজেছি তোমায়
খুঁজেছি, ঝর্ণার, ঝরনা ধারায়।
আজ, যখন তুমি আসলে
অপূর্ব তোমার রূপ.... ।
চোখে তুলসী পাতা.....
কপালে চন্দনের ফোঁটা ...
একদম,পূর্বজন্মের কবিতা ।
মৃত্যু,তুমি কি আমায় সঙ্গে নেবে?
আমিও ঝরব ঝর্না ধারায়
উদাসীন পাখির গানে
আমরা দু'জনাতে বিলীন হবো,
হাজার বছরের প্রতীক্ষা, তুমি
আমাকেও নাও আপন করে ।