ফুলদানী বললে, একটু বেশিই নোংরামি হবে।
এতো নোংরামি কি সহ্য হবে?
তাই, নাম দিয়েছি - বাসর ঘর।
সব থাক এলোমেলো, ছড়িয়ে ছিটিয়ে,
থাক রক্ত মাখানো অন্তঃসত্ত্বার ভিতরে।
জট পাকিয়ে ছাই কয়লায়, আতুরে চাদর
দু’হাত দিয়ে নিংড়ে খাক, অস্তি মজ্জা ,
বুক চিরে গরম রক্তে ভরে দিক বিষ।
ফুলদানী ভরেছে চোখের জলে,
শুকিয়েছে কুড়িয়ে পাওয়া স্বপ্ন।
নতুন স্বপ্নে সাজিয়ে নিও,
হয়তো সেটাও একদিন বাসি হবে,
সেদিন আবার ছুঁড়ে দিও, এই বাসর ঘরে।
দুর্গন্ধে ভরে যাক গোটা প্রতিবেশ।
ভরে যাক লজ্জার আবর্জনা, কাঁচুলি
কুকুরে ছিনিয়ে নিক, নয়তো জ্যান্ত মানুষে
আর্তনাদে কেঁদে উঠুক কুকুর, শেয়াল
অন্য কেউ সাজিয়ে নিক বস্তা বস্তা ভরে।
যেদিন শূন্যস্থান পূরণ হবে,
খালি হাতে একলা বাসর ঘর।
নতুন করে চলবে নোংরামির খেলা,
ওঁচলাকুড় ভর্তি হবে ইত্যাদি ইত্যাদি দিয়ে..