বুড়ো বটের ঝুড়ি বেয়ে নেমে আসা,
গুটিকয়েক ইচ্ছা পূরণের দিনরাত।
নদীর অলসতা কাটিয়ে,
হামাগুড়ি দিয়ে এগিয়ে চলে অক্ষরের খোঁজে।
কখনো মরা চাঁদের হাটে,
কখনো আবার তোমার উত্তেজনার বাসি ফুলে।


উত্তেজিত শুকনো ফুলে ছন্দ-মাত্রার গোঁজামিল,
কোটোয় বন্দী নুড়ি পাথরে টুক - ঢাম শব্দ.....
ইচ্ছা পূরণের আর একদিন আর এক বুড়ো বট।


বলপেন,কালিপেন, কাঁচা পেনসিল সহ,
খুঁজে নেয় সাক্ষরতা অভিমান ক্যাম্প।
ক্যানভাস ভর্তি অ,আ, ক, খ ‌শিল্পের ভাস্কর
শিশুর খোলা ব্যাগে, তখন কিশলয় আর সহজপাঠ।
ডাইরির সাদা পাতা জুরে,
ছোট বড়ো কালো পিঁপড়াদের বসবাস।।


এমনি করে সময় অসময়ে ,
কতগুলো বুড়ো বটের ঝুড়ি বেয়ে নেমে আসা,
আমাদের ইচ্ছা পূরণের দিনরাত ।
উপহারে রেখে যায় কতশত কবিতা ,
তোমার আমার, হার জিতের হাজার হাজার গল্প।