আশা, গভীরে যাও গভীরে... আরো গভীরে
তোমাকে যে অনেক, অনেক লিখতে হবে।
তোমাকে যে বড়, মস্ত বড় কবি হতে হবে।।
গভীরতা খোঁজ, গভীরে যাও... গভীরে...


আমি যে সাঁতার জানি না!
ফিরব কি করে?


ফিরবে? ফেরার কথা কেউ বলে না।
ওখান থেকে কেউ ফেরে না।।
অতলে যাও.... অতলে......
অতল সমুদ্রে মণি মাণিক্যর দেশে,
তোমার উজ্জলতায় সব ঢেকে যাক।


তখন যদি, নিজেকে হারায় কবিতার বোঝে।
তখন যদি, সব ভুলে যাই নিজের খোঁজে।।
করবো তখন কিভাবে কবিতা চুরি।
কিভাবে লিখব তখন, এতো ভুরি ভুরি।।