আঁকা-আঁকি, কখনোই পছন্দ ছিলো না।
কবিতা গুলোও সব তোমার অপছন্দের।
তবে কেন কাঁচা বয়সের প্রেমে পরে,
তোমাকে নিয়ে লিখে যাই আঁকি-বুকি।
তোমার স্বপ্নের ক্যানভাসে ছবি এঁকে,
করি ভালোবাসার নিছক ঘর পূরন।
কোনো দিনও তো কেউ কাছে আসতে চায়নি,
ব্যবধানে উভয়েই নাম দিয়েছি প্রাক্তন।
হাজার বারণেও ফিরেছি পেছনে তাকিয়ে,
ভুলতে চেয়ে পাশে এসেছি বার বার।


কেন? কেউ তো কোনো দিব্যি দেয়নি।
তবে কোন দিব্যিতে আবার কবিতা লেখা,
কোন আবদারে আবার ছবি আঁকা।
অল্প বয়সের প্রেম?
আর তাই অগোছালো শব্দ দূরে রেখে,
টুকরো টুকরো অক্ষর ছুড়ে ফেলে,
গলা জলে ডুবে শপথ করা।
সত্যি বলছি, তিন সত্যি
তিন সত্যির দিব্যি....
আর লিখবো না কোনো কবিতা,
আর আঁকবো না কোনো ছবি।
তোমার অপছন্দ কবিতার স্বর,
তোমার অপছন্দ রঙ তুলির খেলা ঘর ।