আমার বাসর ঘরের কিছুটা রাত
চুরি গেছে, রাজনৈতিক দেনাপাওনায়।
চার দেওয়াল আর ঝোলা সিলিংয়ে
বিজ্ঞাপনের ভীড়, চোখ ধাঁধানো আনন্দলোক।
টিকটিকির ঢাক আর মশার গুনগুন সুর,
মিথ্যা! সত্তরটা বছরের দেখা নগর উন্নয়ন।
সতীনের ঘর করা দুই শত বছর পর,
বোঝাপড়ার স্বাধীনতায় আজো বৈষম্য, জাতিভেদ।
শূন্য ফুলদানী আর মৃদু নীল আলোয়
এলোমেলো চাদরে রজনীর সুভাষে
খিটমিটে গনতন্ত্রে, সাম্প্রদায়িকতার গন্ধ,
বেমাতাল ছন্দে তোমার নূপুরের ঝংকার।
অবশিষ্ট রাত্রে, ঘড়ির টিকটিক শব্দে
মিলন বেলায় ব্যস্ত, দাম্পতের প্রজাতন্ত্র।