যত দূর নজর যায়,
আকাশ ছোঁয়া ধু ধু করা প্রান্তরে
কাঁটা তারের ব্যবধানে, দু'টি দেশ।
সেখানে বাতাসের প্রবেশ নিষেধ,
সেখানে পাখিদের উড়তে মানা।
সেটা সীমান্ত ।
সীমান্তের পরিচয়ে খুঁজে পাই ,
এটা আমার দেশ,
অন্যটা তোমার দেশ।


যত দূর চোখ যায়,
ফ্লাট লাইটের আলোয় দেখা চেনা মুখ
পরিচিতি, অপরিচিতা কে জড়িয়ে।
ধূলো বালিতে মিশে মন,
ভেজা পলকে খোঁজ, আত্মীয়তার ঠিকানা।
এটা একটা নিষিদ্ধ স্থান।
এখানে বন্দুক হাতে সৈনিক,
গুনে যায় দিন, গুনে যায় রাত ।
অন্ধকার চোখে ঘড়ির কাঁটার ঘুমে
স্বদেশ,পরদেশের ভিন্নতার মাঝে,
প্রথম প্রভাতে আধার কার্ড দেখে
চিনে নিতে পারে, মানুষ মানুষের পরিচয়।
আগলে রাখতে, মাতৃভূমির সুফী পরিণয়।।