পাড়ার কুকো পাখি ভোর হলে ডাকে
বুদ্ধির ঢেঁকি তারা গ্লাসের পেটে।
গেরামের রাস্তাটা যেন ভয়ে থাকে
পশুদের লাফালাফি সেইদিন দেখে।


শিয়ালের পেট খালি খায় খায় করে
জঙ্গলের ফাঁক দিয়ে দুটি চোখ জাগে।
একদিন সে আসে হাঁ করে ছুটে,
কাছে বাগে পায় যাকে গিলে ফেলে তাকে।


শহরের সিংহী পশুদের রাজা
পশুদের সাথে থাকে, সাদা খাতা ছেঁদা।
ঘড়ির এলার্ম বাজে! কার মাথা ধরে
প্রহরীর ফাঁক তালে মাছ ধরে চিলে।


শহরের টিয়াপাখি পথ গেছে ভুলে
গেরামের মুরগীটা দেখে নাচ করে।
কত কথা কাটাকাটি  কত হাঁসি আড়ি,
কালকের কাক বলে সে হবে পরী!


গেরামের হাঁস গুলো পেঁক পেঁক করে
বড়ো বড়ো রাজ হাঁস কাকে তারা করে?
পাগলের পেট আজ ক্ষুধার জ্বালায়,
ক্ষুধার মালা জপে পেলো গলার মালা!


কুকুরের জলাতঙ্ক পায়ে গেছে ফুটে
মশার কামড়ে হাতি গেছে ছুটে।


রক্তের আঁকিবুঁকি শেষ হবে কবে!
সেই চিঠি আজ এলো ফিরে দেখো তারে।
বড়ো বড়ো বাঘিনীরা  সেই কাজ ধরে,
গেরামের ইঁদুর আজো কবিরাজি করে।।