স্বর্গের রাণী তুমি
জ্যোছনার চাঁদ।


বেদনার বানী যেন
দুঃখের কাক।


সুখের পাখি ঐ
ঈগলের চোখ।


যন্ত্রনা দেয় যেন
কুকুরের ঘেউ।


সাপের ফণা বুঝি
তেড়ে আসে ওই।


কালো মেঘে দেয় ঢেকে
জ্যোছনার চাঁদ গেলে কই ।


স্বর্গের রাণী তুমি
নরকে? কি চায় !


তবে ফিরে যাউ
বলো বিদায় ।।