লাটাই সুতো নুড়ি
আমি স্বপ্নের সেই ঘুড়ি ।
স্বপ্নে উড়ি আকাশে
ঠায়ের মাপটা পারি।
স্বপ্নে উড়ে আকাশেতে
সারা রাজ্য ঘুরি ।


স্বপ্নে আমি একায় ছিলাম
দেখা দিলো কে ?
স্বপ্নে দেখি সুখী দুখির
দ্বন্দ্ব করার রেশ ।
ঘোড়া ছুটিয়ে যাচ্ছে কে ?
ধানক্ষেতের ওই মাঝে ।
তারা গুলোও কান্না করে
তারা খসার সোকে ।
স্বপ্নে আমার আত্মা ঘোরে
প্রতি রাত্রিতে ।


স্বপ্ন যদি সত্যি হতো
বাস্তবে সব গুছানো যেত ।
স্বপ্ন যে ওই   সত্যি কি না?
ক্লান্তির ঘুম  চোখ খোলে না।
সকাল হয়েছে  চোখ মানে না
সকাল সকাল ঘুম ভাঙে না ।।