তোমার মতো এত আদর
কোথায় গেলে পাবো ।
তুমি মাগো দেখিয়েছো
এই পৃথিবীর আলো।


ছায়া দেওয়া গাছ যে তুমি
বিপদ মুক্ত আশ্রয় স্থল ।
তুমি ছাড়া লাগে মাগো
মরুভূমির স্থল ।


তোমার দেওয়া স্নেহ মাগো
যার কাছেতে রয় ।
সবকিছু সে জয় করে নেয়
থাকে না কিছুর ভয় ।


মা ডাকেতেই লুকিয়ে আছে
ত্রিভূবনের মধুর তম শব্দ ।
এমন শব্দ কোনো শব্দে
পাবে না উপলব্ধ ।


মা শব্দ কানে এলে
পালায় দুঃখ - কষ্ট ।
সুখ সমৃদ্ধি ভিড় জমাবে
হতে হবে না ব্যস্ত ।


তুমি মাগো থাকলে কাছে
মনে আসে বল ।
তুমি মাগো না থাকলে
এ জীবন হয়ে জায় অচল ।।